বন্দোবস্ত ভূমি বুঝিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন

মাহিদুল ইসলাম হিমেল
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালী হাতিয়ায় বন্দোবস্ত ভূমি বুঝিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ভূমিহীনরা।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্তরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন- হাতিয়া ভূমিহীন পূর্ণবাসন সমিতির সভাপতি মাইন উদ্দিন লেলিন। বক্তব্য রাখেন ভূমিহীন মফিজুর রহমান, সায়েলা আক্তার, আব্দুল জলিল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো: ইউছুফ সহ অনেকে।

এসময় হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে আসা ৫ শতাধিক ভূমিহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নথি যার জমি তার লেখা বিভিন্ন প্লেকার্ড নিয়ে অনেকে উপস্থিত হন। সকাল ১১টায় শুরু হয়ে এই মানববন্ধন ছিল দুপুর ১২টা পর্যন্ত। এসময় প্রধান সড়কে তীব্র যানজট তৈরি হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৮ সালে বন্দোবস্ত দেওয়া নথির জমি এখনো বুঝিয়ে দেওয়া হয়নি। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা এই জমি বুঝিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহন করে। তাতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় গত কয়েকদিন থেকে এই ভূমি পরিমাপ করার কাজ শুরু হয়েছে। এই প্রক্রিয়া বন্ধ করার জন্য একটি গ্রুপ ষড়যন্ত্র করছে। প্রশাসনকে এই বিষয়ে তৎপর থেকে ভূমি বুঝিয়ে দেওয়া অব্যাহত রাখার দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial