লক্ষ্মীপুরে হত্যাসহ চার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী সাদ আল আফনান, ওসমান গনি ও সাব্বির হোসেন হত্যা এবং পুলিশের দায়ের করা

বিস্ফোরকসহ চার মামলায় ছাত্রলীগ নেতা মারুফ হোসেন সুজনকে আজ গ্রেফতার করছে পুলিশ।

গ্রেফতারকৃত সুজন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও দালাল বাজার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সে সদর উপজেলা কামানখোলা এলাকার নুর মোহাম্মদ চৌধুরীর ছেলে।

মঙ্গলবার ভোররাতে স্থানীয়রা কামানখোলা এলাকা থেকে সুজনকে গনধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে। পরে পুলিশ তাকে তিন শিক্ষার্থী হত্যা মামলাসহ চার মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, তিন শিক্ষার্থী হত্যা ও বিস্ফোরক মামলাসহ চার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া অন্য আসামীদের গ্রেফতার অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial