নীলফামারীতে হুইলচেয়ার ও ট্রাইসাইকেল পেয়েছেন ২৩ প্রতিবন্ধী

জেলায় আজ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ২৩ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল প্রদান করা হয়েছে।

এছাড়াও শোভাযাত্রা, আলোচনাসভা প্রভৃতি কর্মসূচীর মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। নীলফামারী জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয় এসব কর্মসূচীর আয়োজন করে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে সেখানে ফিরে ২৩ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলার সিভিল সার্জন মো. হাসিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফারুক আল মাসুদ, জেলায় সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা, প্রবেশন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন প্রমুখ।

জেলা প্রশাসন, সমাজসেবা দপ্তর, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিবন্ধী নারী, পুরুষ ও শিশুরা এসব কর্মসূচিতে অংশগ্রহন করেন।

জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা শাহজাজান আলী জানান, জেলা সমাজসেবা কার্যালয় ও জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে দিবসটি উপলক্ষে ২৩ জন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial